রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলায় দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা কলেজের মেইন গেটে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি মানববন্ধন করে এই দাবি জানায়।
এতে অংশ নেন সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে আহত সাংবাদিক ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতা-কর্মীরা।
সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সাংবাদিকরা বলেন, সোমবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে। যা বুধবার পর্যন্ত গড়ায়। খবর সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।
তারা বলেন, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে পুলিশের সামনেই সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। কিন্তু পুলিশ নীরব ভূমিকায় ছিল।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা চালানো সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।