ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় এক যুবক নিখোঁজ হন। ঘটনার পাঁচ ঘণ্টা পার হলেও নিখোঁজ জিলানীকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
উপজেলার পৌর এলাকার মনু বাবুর ঘাটের তিতাস নদীতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
৩২ বছরের জিলানী নবীনগর কলেজপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে জিলানী মনু বাবুর ঘাট এলাকায় নদী সাঁতরে পার হয়ে বগডহর যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় তার সঙ্গে হেলাল নামে আরও এক যুবক ছিলেন।
নদী পারের সময় জিলানী ও হেলালের কাছে তিনটি করে ছয়টি গরু ছিল। গরু নিয়ে হেলাল পার হলেও জিলানী হতে পারেননি। নদীর পানিতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে উদ্ধার অভিযান শুরু করে।
ওসি বলেন, ‘জিলানীকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলমান রয়েছে।’