লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের শ্রীরামপুর এলাকায় চাচাকে কুপিয়ে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সাজা দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই রায় দেন।
রায়ের সময় আসামি আরিফ হোসেন রুবেল আদালতে উপস্থিত ছিলেন না। দীর্ঘদিন ধরে জামিনে থেকে পলাতক রয়েছেন আসামি আরিফ। তার বাড়ি সদর উপজেলার দত্তপাড়ার শ্রীরামপুর এলাকায়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন বলেন, ‘রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তোষ প্রকাশ করেছেন।’
এজাহারে বলা হয়, শ্রীরামপুর এলাকায় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে পারিবারিক বিরোধের জেরে চাচা হারুনুর রশিদকে কুপিয়ে গুরুতর আহত করেন আরিফ হোসেন রুবেল। পরদিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুনুর রশিদ।
ওইদিন রাতেই আরিফ হোসেনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় নিহতের স্ত্রী সুইটি আক্তার হত্যা মামলা করেন। মামলার চার মাস পর আরিফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে প্রায় সাড়ে তিন বছর পর এই মামলার রায় দেয় আদালত।