রাজধানীর কলাবাগানে মাথায় ইট পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক পথচারী।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শফিকুল ইসলাম। তার বয়স ৪০ বছর।
আহত ব্যক্তির নাম এনামুল হক। তার বয়স ৫০ বছর।
ঘটনার পর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক রাত ১১টায় শফিকুলকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী সিরাজুল ইসলাম বলেন, গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালের পাশে একটি মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বের হয়ে যাওয়ার সময় ছয়তলা ভবন থেকে মাথায় ইট পড়ে শফিকুল ও এনামুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’