রাজধানীর নিউ মার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে নিহত নাহিদের পরিবার হত্যা মামলা করেছে। নিউ মার্কেট থানায় মঙ্গলবার রাতে মামলাটি করা হয়। তবে আসামিদের নাম উল্লেখ করা হয়নি অভিযোগে।
নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মুহাম্মদ তারিকুজ্জামান এসব নিশ্চিত করেছেন।
বছর তিনেক আগে নিউ এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের একটি কম্পিউটার সরঞ্জামের দোকানে ডেলিভারি ম্যানের কাজ ১৮ বছরের নাহিদ। করোনার ধাক্কায় সে চাকরিটা চলে গেলে এ বছর আবার একই প্রতিষ্ঠানে ডেলিভারিম্যানের কাজ শুরু করেন।
মাল্টিপ্ল্যানে যাওয়ার উদ্দেশেই মঙ্গলবার সকাল ১০ টার দিকে কামরাঙ্গীরচরের রনি মার্কেট সংলগ্ন এলাকার বাসা থেকে বের হন নাহিদ। হেঁটে নুরজাহান মার্কেটের সামনে হামলার শিকার হন তিনি।
নিউ মার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে নিহত নাহিদ । ছবি: সংগৃহীত
রাস্তায় পড়ে থাকা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কিশোরকে নেয়া হয় মঙ্গলবার দুপুরের দিকে। রাতে তিনি মারা যান।