বরগুনার আমতলীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুই স্কুলছাত্রকে মারধরের অভিযোগ ওঠেছে দুজন কিশোরের বিরুদ্ধে।
বুধবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুই স্কুলছাত্রের নাম সিফাত মীর ও রাব্বি হোসেন। দুজনের বয়স ১৫ বছর। তারা একই এলাকার আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মারধরের অভিযোগ ওঠা কিশোররা হলেন হলদিয়া এলাকার মেহেদী হাসান ও জাহিদ। তাদের বয়স যথাক্রমে ২০ ও ২২ বছর।
আল আমিন মাধ্যমিক বিদ্যালেয়ের প্রধানশিক্ষক সামসুল আলম জানান, ছুটির পর দুপুরে স্কুল থেকে বাড়ি যাচ্ছিল রাব্বি ও সিফাত। তারা দাদন শরীফ মাদ্রাসার সামনে পৌঁছলে দেখতে পায় এলাকার জাহিদ ও মেহেদী তাদের স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করছে।
এ সময় স্কুলছাত্ররা ওই কিশোরদের বাধা দেয়। এ নিয়ে উত্ত্যক্তকারীদের সঙ্গে জাহিদ ও মেহেদীর বাগবিতণ্ডা হয়।
সামসুল আলম আরও জানান, এক পর্যায়ে তারা স্কুলছাত্রদের লোহার রড দিয়ে পেটাতে থাকে। এতে সিফাত মাথায় গুরুতর আঘাত পায়। রাব্বিও আহত হয়।
স্থানীয়রা আহত স্কুলছাত্রদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
প্রধানশিক্ষক বলেন, ‘এ ঘটনার কঠিন বিচার চাই। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’