মামলার জট কমাতে প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগের পর এক দিনেই প্রায় দেড় হাজার মামলার নিষ্পত্তি করেছে হাইকোর্টের একটি বেঞ্চ।
বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ১ হাজার ৪৯৮টি মামলা নিষ্পত্তি করে রায় দিয়েছে।
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জামিন বিষয়ে জারি করা ১ হাজার ৪৯৮টি রুল নিষ্পত্তি করে এ রায় দেয়া হয়।
রায় ঘোষণার আগে হাইকোর্টের বিচারক বলেন, ১ হাজার ৪৯৮টি মামলায় যারা জামিন নিয়েছেন কিন্তু সেই জামিনের অপব্যবহার করেননি, যাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অভিযোগ নেই, তাদের ক্ষেত্রে রুল যথাযথ (অ্যাবসুলেট) ঘোষণা করা হলো। যাদের জামিন বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে রুল খারিজ করা হলো।
আদালতের তালিকা অনুসন্ধান করে দেখা যায়, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বিভিন্ন ব্যক্তির জামিন বিষয়ে জারি করা ১ হাজার ৫০১টি রুল নিষ্পত্তির জন্য তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৯৮টি রুল বুধবার নিষ্পত্তি করে দেয় আদালত। বাকি তিনটি রুলের মধ্যে একটি খারিজ হয়, একটি নট টু ডে (আজ নয়) আর একটি ডিলেট করে রায় দেয়া হয়।
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম বলেন, ‘করোনাসহ নানা কারণে দীর্ঘদিনেও ওইসব রুলের শুনানি হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি মামলাজট নিরসনের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে দেড় হাজার মামলা নিষ্পত্তির জন্য আমাদের এই বেঞ্চের তালিকায় আসে।’
তিনি আরও বলেন, ‘জামিন আদেশের সঙ্গে জামিন প্রশ্নে রুলও জারি করা হয়। দেখা যায়, সাধারণত এসব রুলের শুনানি হয় না। ফলে বছরের পর বছর রুল পড়ে থাকে, নিষ্পত্তি হয় না। এতে মামলার সংখ্যা অনেক বেশি দেখায়। সে কারণে প্রধান বিচারপতি মামলা জট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন। অ্যাটর্নি জেনারেল এ কাজে সহায়ক ভূমিকা রাখছেন। এজন্য আজ এক দিনেই প্রায় দেড় হাজার রুল নিষ্পত্তি করে আদালত রায় দিয়েছেন। এটিকে আমরা অনেক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছি।’