বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পল্লী বিদ্যুতের ভুলে কর্মী ঝুলে ছিলেন তারে

  •    
  • ২০ এপ্রিল, ২০২২ ২১:৩৫

কালকিনি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আ. মাজেদ বলেন, ‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কর্মী এখন অনেকটাই সুস্থ।’

বিদ্যুতের নতুন সংযোগের পর কর্মী আবুল হাসান খুঁটি থেকে নিচে নামার আগেই চালু হয়ে যায় সরবরাহ। পল্লী বিদ্যুতের কর্মীদের ভুলে তিনি তড়িতাহত হয়ে দীর্ঘক্ষণ ঝুলে ছিলেন তারে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ঘটনাটি মাদারীপুরের ভুরঘাটা বাজারের। সেখানে শিমুল-পলাশ মার্কেটের সামনে আবুল হাসেম ফিলিং স্টেশনে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বুধবার দুপুরে ঘটে এ দুর্ঘটনা।

পল্লী বিদ্যুৎ অফিস জানায়, কালকিনির ভুরঘাটা বাজারের আবুল হাসেম ফিলিং স্টেশন নতুন গ্যাস স্টেশন চালু করছে। সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে আবেদন করা হয়েছিল। নতুন সংযোগ অনুমোদনের পর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খুঁটি ও তার লাগানোর কাজ শেষ করে। সেখানে বিদ্যুৎ সংযোগের জন্য বুধবার পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে। তখন লাইন বন্ধ রেখে কাজের অনুমতি দেয়া হয়।

স্থানীয়রা জানান, কাজের অনুমতি নিয়ে আবুল হাসানসহ দুজন কর্মী বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। তারা সংযোগের কাজ শেষ করে যখন নিচে নামবেন, তখনই ঘটে দুর্ঘটনা। হঠাৎ তারে বিদ্যুৎ চলে আসায় সেখানে পা আটকে যায় হাসানের। তিনি বৈদ্যুতিক তারে ঝুলতে থাকেন।

স্থানীয়রা পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস অফিসে ফোন করে ঘটনা জানান। এরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আবুল হাসানকে উদ্ধার করে।

তার শরীর আংশিক দগ্ধ হওয়ায় নেয়া হয় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মকবুল মিয়া বলেন, ‘আমার লাইনম্যান পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করে কাজ শুরু করে। তারা লাইন বন্ধ রেখেছিল, কিন্তু আলাপ না করেই তারা কেন বিদ্যুৎ চালু করেছে তা বুঝতে পারছি না।’

ঘটনার ব্যাপারে কালকিনি পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আ. মাজেদ বলেন, ‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কর্মী এখন অনেকটাই সুস্থ।’

এ বিভাগের আরো খবর