বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কবর থেকে ১৫ কঙ্কাল ‘চুরি’

  •    
  • ২০ এপ্রিল, ২০২২ ১৯:১৭

কুন্দপুকুর ইউনিয়নের সরকারপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘প্রায় দুই বছর আগে আমার বাবা আব্দুর রশিদ মারা যান। আজ সকালে কবরস্থানের একটি কবর খোঁড়ার দৃশ্য চোখে পড়ে। একটু ভেতরে গিয়ে দেখি কয়েকটি খোঁড়ার দৃশ্য। আমার বাবার কবরটিও খোঁড়া হয়েছে। পরে স্থানীয়দের জানানো হলে অন্তত ১৫টি কবর খোঁড়ার দৃশ্য দেখতে পান সবাই।’

নীলফামারীর কুন্দপুকুর মাজারের কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ করছেন এলাকাবাসী।

কুন্দপুকুর ইউনিয়নের সরকারপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘প্রায় দুই বছর আগে আমার বাবা আব্দুর রশিদ মারা যান। আজ সকালে কবরস্থানের একটি কবর খোঁড়ার দৃশ্য চোখে পড়ে। একটু ভেতরে গিয়ে দেখি কয়েকটি খোঁড়ার দৃশ্য। আমার বাবার কবরটিও খোঁড়া হয়েছে। পরে স্থানীয়দের জানানো হলে অন্তত ১৫টি কবর খোঁড়ার দৃশ্য দেখতে পান সবাই।’

স্থানীয় শফিকুল ইসলাম বলেন, ‘আমার শাশুড়ি দেড় বছর আগে মারা যান। খবর পেয়ে এসে দেখি কবরের মাঝ বরাবর খোঁড়ার দৃশ্য। সেখানে কঙ্কাল ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।’

আনোয়ারুল ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, ‘একসঙ্গে আমার পরিবারের পাঁচজনের কবর ছিল। এখান থেকে দুজনের কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যাওয়া হয়। আমার বাবা ও ফুফুর কবর খোঁড়া হয়েছিল।’

সোহরাব হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘বাবা আজাহার আলী ও বোন জিন্নাহ খাতুন দুই বছরের মধ্যে মারা গেছেন। এখানে দাফন করা হয়। আজ সকালে কবর দুটি খোঁড়া দেখে আমরা পরে মাটি দিয়ে ঢেকে দিই।

‘কবরে শুধু সাদা কাপড় দেখা গেছে, কিন্তু কোনো হাড় বা কঙ্কালের দেখা মেলেনি।’

কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘গত রাতে ঝড়-বৃষ্টি হয়েছিল। এই সুযোগে একটি দুষ্কৃতিকারী মহল এ ঘটনা ঘটিয়েছে। যেসব কবর খোঁড়া হয়েছে, সেগুলোর প্রতিটির বুক বরাবর খোঁড়া হয়েছে।

‘একটি কবরের ওপর দাড়ি ও হাড় পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চক্রটি দীর্ঘদিন পরিকল্পনা করে এ কাজ করেছে বলে মনে করেন তিনি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কন্দুপুকর মাজার কমিটির সভাপতি শাহিদ মাহমুদ বলেন, ‘কবর খুঁড়ে আবার তারা মাটি দিয়ে ঢেকে দিয়ে গেছে। কয়েকটি খোলা ছিল। খোলার কারণে বিষয়টি জানা যায়।

‘বিষয়টি সুদূরপ্রসারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নীলফামারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘আমরা পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর