রাজধানীর ডেমরায় এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার জালাল ব্যাপারী ও চান মিয়া। তারা দুজনেই অটোরিকশা চালক।
ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নম্বর ৯৯৯-এ কল করে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।
৯৯৯-এর দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ওই এলাকা থেকে থেকে ৯৯৯ নম্বরে কল করে এক ব্যক্তি অভিযোগ করেন, তার ছোট ভাইয়ের প্রতিবন্ধী স্ত্রী দুইদিন আগে ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১২টায় ওই কলার ৯৯৯-এ ফোন করে এসব তথ্য জানান।
এরপর ডেমরা থানায় বিষয়টি জানানো হয়।
ডেমরা থানার পরিদর্শক মো. ফারুক জানান, গ্রেপ্তার দুইজনই আটোরিকশা চালক। বাড়ির পাশ থেকে ওই নারীকে অটোরিকশায় তুলে তারা কাশবনের মধ্যে নিয়ে যান। সেখানে ধর্ষণের পর ওই নারীর ভিডিও ধারণ করে মোবাইলের মাধ্যমে ছড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
তিনি বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। গিয়ে আমরা অভিযোগ পায়, ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী হওয়ায় এ বিষয়ে কাউকে বুঝিয়ে বলতে পারেননি। ছড়িয়ে পড়া ভিডিও দেখে পরিবারের লোকজন ধর্ষণের বিষয়ে জানতে পেরেছেন।’
অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় রাতেই জালাল ও চান মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরিদর্শক ফারুক জানান, এ বিষয়ে থানায় মামলা হওয়ার পর বুধবার দুই আসামিকে আদালতে নেয়া হয়। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।