বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীন বলেন, ‘মন্ত্রী মহোদয়কে নিয়ে কটূক্তি করার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এসব ঘটনা ঘটাতে পারে। আমার লোকজন এ ধরনের কোনো কাজে জড়িত নয়।’
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ইফতারে যাওয়ায় এক যুবককে হাতুড়িপেটা ও কয়েকজনের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে বুধবার সকালে সংবাদ সম্মেলন করে এই অভিযাগ করা হয়।
এ সময় বলা হয়, ১৭ এপ্রিল থেকে কয়েক দফায় কবিরহাটের বটইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটেছে।বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন অভিযোগ করে বলেন, গত শুক্রবার এমপি একরামুল করিম চৌধুরীর কবিরহাটের গ্রামের বাড়িতে ইফতারের দাওয়াতে যান তিনি। এর জেরে বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীনের লোকজন তাকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। হাতুড়ির আঘাতে তার মাথা ফেটে যায়। এখনও তাকে হুমকি দেয়া হচ্ছে।
মনোয়ারা বেগম নামে আরেকজন জানান, তার ছেলে এমপির ইফতারে যাওয়ায় তার বসতঘর লাগোয়া দোকানে আগুন দিয়েছে চেয়ারম্যান শাহীনের লোকজন। এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগও দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।তবে বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীন সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি নিউজবাংলাকে বলেন, ‘মন্ত্রী মহোদয়কে নিয়ে কটূক্তি করার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এসব ঘটনা ঘটাতে পারে। আমার লোকজন এ ধরনের কোনো কাজে জড়িত নয়।’কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, একটি এজাহার দেয়া হলেও পরে তা ফেরত নেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এমপি একরামের ইফতারে যাওয়ায় ‘হাতুড়িপেটা-হামলা’
এ বিভাগের আরো খবর/p>