ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের পর নিউ মার্কেটের দোকান খুলে দেয়ার ঘোষণা এসেছে ব্যবসায়ী নেতাদের কাছ থেকে। তার ঘণ্টা দুয়েক পরেই চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিকলে ৪টা ৫০ মিনিটে দিকে শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা কলেজের মূল ফটকের সামনে এগিয়ে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের রাস্তায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে পথচারীদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে রাস্তার উপর আবারও ককটেল বিস্ফোরণ ঘটান শিক্ষার্থীরা।
এরপর নিউ মার্কেট এলাকার রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের কয়েকজন জানিয়েছেন, সুষ্ঠু কোনো সমাধান না করে ব্যবসায়ীরা দোকান খোলার ঘোষণা দিয়েছে। সুষ্ঠু সমাধান না হওযা পর্যন্ত তারা সরে যাবেন না।
পরে শিক্ষার্থীরা রাস্তায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের বের হয়ে আসার পর ব্যবসায়ী-কর্মচারীরাও রাস্তায় জড়ো হয়েছেন। তাদের মাঝে অবস্থান নিয়েছে পুলিশের বিপুল পরিমাণ সদস্য।