খাগড়াছড়ির পানছড়িতে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আহত তিনজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
উপজেলার লতিবান ইউনিয়নের হেলাধুলা গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সংঘর্ষে বাঁধে।
পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে জানিয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
নিহত ২৭ বছর বয়সী সমীর দত্ত ত্রিপুরা ওই এলাকার কমলা চরণ ত্রিপুরার ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, ‘কমলা চরণ ত্রিপুরার সঙ্গে তার এক আত্মীয়ের বিরোধ ছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়ায় দুই পরিবারের লোকজন। একপর্যায়ে কমলা চরণের ছেলে সমীর দত্তকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংঘর্ষে উভয় পক্ষের আরও ৩ জন আহত হন।
‘বুধবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের পুলিশি পাহারায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’