বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নারীসহ ৫ ভারতীয় বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফেরত যাচ্ছেন।
হাকিমপুর উপজেলার হিলি চেকপোষ্টে বুধবার দুপুরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত যাওয়া ভারতীয়রা হলেন, ৪৪ বছর বয়সী লিপলাল হেমরম, ৩৩ বছরের নুর আমিন, ৩৮ বছরের সামিউল হাসদা, ৪৩ বছরের রুবেল মার্ডি ও ৪৮ বছরের শান্তনা মুর্মু।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, এক নারীসহ ৫ ভারতীয় বিভিন্ন সময়ে দেশে অনুপ্রবেশের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। তারা দিনাজপুর ও নওগাঁয় ২ থেকে ৭ বছর পর্যন্ত কারাভোগ করেন। আজ দুপুরে তাদের দুই দেশের ইমিগ্রেশন কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছে।