রংপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মহানগরীর খলিফাপাড়ার বাসা থেকে বুধবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক কামনাশীষ।
পরিবারের বরাতে তিনি জানান, ঘরে আব্দুল হাই একাই থাকতেন। সকালে তাকে ডেকে সাড়া পাননি পরিবারের সদস্যরা। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা।মৃত ব্যক্তির ছেলে সাগর হোসেন বলেন, ‘বাবা কয়েক দিন ধরে আনমনা ছিলেন। এদিক-সেদিক ঘোরাফেরা করতেন। বুধবার ফাঁস নিয়ে মারা গেছেন। আমাদের কোনো অভিযোগ নেই।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের বুঝিয়ে দেয়া হয়েছে।