বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কালবৈশাখীতে গাছচাপায় একজনের মৃত্যু

  •    
  • ২০ এপ্রিল, ২০২২ ১২:১২

বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ঘটনা শুনেছি। আমাদের ফোর্স সেখানে গেছে। হতাহতের সংখ্যা নিশ্চিত হয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৈশাখী ঝড়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ উপড়ে একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাঙ্গরাবাজার থানার শ্রীকাইল ইউনিয়নের শলফা গ্রামে বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মিয়ার বাড়ি বাঙ্গরা থানার খোশঘর গ্রামে। আহতরা হলেন, অটোরিকশাচালক সবুজ এবং যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান।

চালকের বাড়ি পাশের রামচন্দ্রপুর ইউনিয়নের সরেরপাড়ে। আহত অন্যদের বাড়ি কোম্পানিগঞ্জ ও নবীনগর এলাকায়।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, সকাল ৭টার দিকে অটোরিকশা করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিলেন ওই পাঁচজন। এ সময় শলফা এলাকায় পৌঁছালে ঝড়ের মধ্যে একটি গাছ অটোরিকশার ওপর উপড়ে পড়ে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশু মিয়াকে মৃত ঘোষণা করেন ও গুরুতর তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহত অন্যজন সেখানেই ভর্তি আছেন।

বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ঘটনা শুনেছি। আমাদের ফোর্স সেখানে গেছে। হতাহতের সংখ্যা নিশ্চিত হয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

এ বিভাগের আরো খবর