চট্টগ্রামের হাটহাজারীতে জমি নিয়ে বিরোধের জেরে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুলবুলিপাড়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অটোরিকশাচালক মো. মুছা একই ইউনিয়নের সোনা মিয়ার ছেলে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা। তিনি বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখান থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। অটোরিকশা চালানো শেষে বাড়ি ফেরার পথে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।’
তিনি জানান, অটোরিকশাচালক মুছার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাগ্নে সালাউদ্দিন ও শাহাজানের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ-সংক্রান্ত মামলাও রয়েছে হাটহাজারী থানায়। এ মামলায় মুছা ছয় মাস জেলেও ছিলেন।
পুলিশ পরিদর্শক বলেন, ‘তাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি জমি নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।’