বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হাসিনার পাঠানো মিষ্টিকে ‘অসাধারণ’ বললেন মমতা

  •    
  • ১৯ এপ্রিল, ২০২২ ২৩:৪৫

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশল জিজ্ঞাসার পাশাপাশি বাংলাদেশ থেকে সম্প্রতি পাঠানো মিষ্টির প্রশংসা করে বলেন, ‘অসাধারণ!’

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুই দিনের বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল।

বুধবার কলকাতার নিউটনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলন যোগ দেয়ায় আগে মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশল জিজ্ঞাসার পাশাপাশি বাংলাদেশ থেকে সম্প্রতি পাঠানো মিষ্টির প্রশংসা করে বলেন, ‘অসাধারণ!’

দুদেশের আন্তরিক সম্পর্কের মধ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গের অবদানের কথা উল্লেখ করেন।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র।

দ্বিপাক্ষিক এ বৈঠকে দুদেশের শিল্প-বাণিজ্য নিয়ে আলোচনা হয়। দু’দেশের শিল্প-বাণিজ্য বাড়াতে সীমান্ত এলাকার উন্নতিতে যৌথভাবে কাজ করার কথা বলা হয়। বিশেষ করে চর্ম ও চট শিল্পের উন্নতি নিয়ে আলোচনা হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দুজনেই বৈঠকের পরে সহমত পোষণ করেন যে, দুদেশের যৌথ উদ্যোগে পারস্পরিক বোঝাপড়া ও আন্তরিকতার বাণিজ্যে উপকৃত হবে।

করোনা সংক্রমণের কারণে দু’বছর বন্ধ থাকার পর আবারও রাজ্যে লগ্নি টানতে বসছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এবারের বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, রাশিয়া, নেপাল, ভুটানসহ প্রায় ৪০ দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এ ছাড়া ভারতের বড় শিল্প-বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা বুধবারের বিশ্ববাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকবেন।

এ বিভাগের আরো খবর