কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে ফিশিং ট্রলারের জালে ধরা পড়েছে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পোয়া মাছ। মাছটির দাম সাড়ে ৭ লাখ টাকা হাঁকানো হলেও সাড়ে চার লাখ টাকায় বিক্রি হয়।
মঙ্গলবার ভোরে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ায় এফ বি এ এম নামের ফিশিং ট্রলারে মাছটি ধরা পড়ে। বিকেলে ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে ভেড়ানো হয়। পরে মাছটি মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে আনা হয়।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালো পোয়া মাছ। মাছটির দাম হাঁকানো হয়েছিল সাড়ে ৭ লাখ টাকা। পরে মাছটি সাড়ে চার লাখ টাকা দাম দিয়ে কিনে নেন এক ব্যবসায়ী।
এফ বি এ এম ফিশিং ট্রলারের মাঝি মোহাম্মদ হাসু জানান, সোমবার সকালে মাছ ধরার জন্য শাহ পরীর দ্বীপ থেকে ৯ জন মাঝি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হন। এর মধ্যে মঙ্গলবার ভোরে জেলেরা জাল ওঠাতে গিয়ে দেখেন কয়েকটি লাল কোরালসহ বড় একটি পোয়া মাছ।
ট্রলারে মাছটি তোলার পর বিষয়টি ট্রলারের মালিককে জানালে তিনি ঘাটে চলে আসতে বলেন।