বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিউ মার্কেটের সংঘর্ষে আহত তরুণের মৃত্যু

  •    
  • ১৯ এপ্রিল, ২০২২ ২২:১৩

নিহত তরুণের নাম নাহিদ হাসান। তার বয়স ১৮। তিনি একটি প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। বাড়ি রাজধানীর কামরাঙ্গীরচরে।

রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় আহত এক তরুণের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের আইসিইউতে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়ে ভর্তি থাকা তিনজনের অবস্থা গুরুতর।

নিহত তরুণের নাম নাহিদ হাসান। তার বয়স ১৮। তিনি একটি প্রতিষ্ঠানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। বাড়ি রাজধানীর কামরাঙ্গীরচরে।

নিহত নাহিদের বাবা মোহাম্মদ নাদিম এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া নিউজবাংলাকে এসব নিশ্চিত করেছেন।

নিহতের বাবা বলেন, ‘১০ হাজার টাকা বেতনে ডি-লিংক নামে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করত আমার ছেলে। সকাল ১০টার দিকে তার মালিক বাসা থেকে ডেকে নেয়। কর্মস্থলে যাওয়ার পথে সে হামলার শিকার হয়।

‘আমার তিন ছেলে, সে ছিল বড়। ৬ মাস আগে সে বিয়ে করে। অল্পদিনেই মেয়েটা বিধবা হয়ে গেল।’

হাসপাতালে নিহত নাহিদের স্বজনদের আহাজারি। ছবি: নিউজবাংলা

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘এই ঘটনায় মুরসালিন, ইয়াসিন এবং কানন নামে হাসপাতালে ভর্তি তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।’

সংঘর্ষে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ছবি: নিউজবাংলা

সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে রেশে রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকায়।

মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা।

সকাল সাড়ে ১০টার দিকে রড ও লাঠিসোটা হাতে দলবেঁধে নিউ মার্কেট এলাকায় আসতে থাকেন ঢাকা কলেজের ছাত্ররা। শুরু হয় ভাঙচুর। হাতে লাঠিসোটা নিয়ে বেরিয়ে আসেন ব্যবসায়ীরাও। বেধে যায় তুমুল সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

গতকাল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজেরই অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন বলে নিশ্চিত করেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন।

ব্যবসায়ীরাও বলছেন, তাদের পক্ষেরও অর্ধশতাধিক ব্যবসায়ী-কর্মচারী আহত হয়।

এই সংঘর্ষকালেই আহত হয়েছিলেন কয়েকজন পথচারী। তাদেরই একজন ছিলেন নাহিদ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক দুপুরে জানান, সংঘর্ষে আহতদের মধ্যে ৪১ জন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিন জনকে ভর্তি রাখা হয়, যাদের অবস্থা গুরুতর। দুই জনকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘গুরুতর আহতদের কেউ ছাত্র নয়। তাদের যারা হাসপাতালে নিয়ে এসেছেন তারা বলেছেন, নিউমার্কেট এলাকায় সংঘর্ষে তারা আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের মধ্যে অধিকাংশেরই মাথায় আঘাত রয়েছে।’

এ বিভাগের আরো খবর