বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকার ভেতরে মিলল দুই যুবকের মরদেহ

  •    
  • ১৯ এপ্রিল, ২০২২ ১৪:৪২

ওসি ইকবাল বলেন, ‘সোমবার বিকেলে আনোয়ার ও অনিক নৌকা নিয়ে বের হন। রাতে বাড়ি ফেরার পথে ধোপাজান নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকার ভেতরেই আশ্রয় নেন তারা।’

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নৌকার ভেতর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সালুকাবাদ ইউনিয়নের বাঘবেড় এলাকার মনিপুরহাটি গ্রামের ধোপাজান নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

মৃত যুবকরা হলেন ২০ বছরের আনোয়ার হোসেন ও তার প্রতিবেশী ১৭ বছরের অনিক হাসান।

পরিবারের বরাতে ওসি ইকবাল বলেন, ‘সোমবার বিকেলে আনোয়ার ও অনিক নৌকা নিয়ে বের হন। রাতে বাড়ি ফেরার পথে ধোপাজান নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকার ভেতরেই আশ্রয় নেন তারা।

মঙ্গলবার সকালে স্থানীয়রা নৌকার ভেতর মরদেহ দেখে পুলিশে জানায়। ডুবুরি দল গিয়ে তাদের মরদেহ নৌকার ভেতর থেকে উদ্ধার করে। তাদের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ বিভাগের আরো খবর