মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার ওই কলেজের পুকুর থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নারীর নাম মুসলিমা খাতুন। তিনি পেশায় তামাক বাছাই শ্রমিক ছিলেন। দুই সন্তানের মা ৩৫ বছরের মুসলিমা মেহেরপুর স্টেডিয়ামপাড়ার জিয়ারুল ইসলামের স্ত্রী।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা।
নিহতের ভাবি জানান, রোববার সকাল ৭টার দিকে মুসলিমা কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তামাক বাছাইয়ের কাজের পাশাপাশি সে অন্যের বাড়িতে রান্নার কাজও করে, তাই অনেক সময় বাড়িতে ফিরতে দেরি হয়। সেদিন তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পায়নি।
তিনি বলেন, ‘আজ সকালে কলেজের পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে খবর দিলে আমরা গিয়ে তাকে শনাক্ত করি।’
ওসি শাহা দারা বলেন, ‘ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিবার থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’