ঢাকার সাভারে মধ্যরাতে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়ার জিরাবো ঘোষবাগ এলাকায় সোমবার রাত সোয়া ১টার দিকে ওই গুদামে আগুন লাগে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মকর্তা হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘রাত সোয়া ১টার দিকে মুঠোফোনে ঘোষবাগ এলাকায় একটি বাসাবাড়িতে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
‘পরে সিনিয়র স্টেশন অফিসার স্যার জানান, এক ব্যক্তি তার বাড়িতেই ঝুটের ব্যবসা করতেন। সেই গুদামেই আগুন লাগার খবর আমাদের নিশ্চিত করেন। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
এ বিষয়ে মঙ্গলবার সকালে সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ঝুট পুড়ে গেছে।’