হবিগঞ্জের চুনারুঘাটে ৩৪ বোতল ফেনসিডিলসহ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাংগঠনিক সম্পাদক মীর দুলাল ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে প্রেস স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল ও ভুঁইফোঁড় কয়েকটি অনলাইন টিভির স্টিকার জব্দ করা হয়।চুনারুঘাট উপজেলার জিকুয়া এলাকা থেকে সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।মীর দুলাল সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা। তার সহযোগী বিকাশ সরকারের বাড়ি নবীগঞ্জ উপজেলার শীবপাশা গ্রামে।
মঙ্গলবার সকালে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, ‘তাদের নামে মাদক পাচারের অভিযোগে মামলা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
ওসি জানান, সন্ধ্যায় চুনারুঘাট থেকে ফেনসিডিলের চালান নিয়ে মীর দুলাল ও তার সহযোগী হবিগঞ্জ আসছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাদের ধাওয়া করে। তখন ওই দুজন মোটরসাইকেল নিয়ে আবারও চুনারুঘাটের দিকে ফিরে যান। পরে পুলিশ ধাওয়া করে তাদের জিকুয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।এ সময় তারা নিজেদের সাংবাদিক পরিচয় দেন। পুলিশ তাদের তল্লাশি করে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ছাড়া তাদের কাছ থেকে এসকে টিভি, জেবি টিভিসহ বিভিন্ন অপরিচিত অনলাইন টিভির কয়েকটি কার্ডও জব্দ করা হয়।