খুলনার রূপসায় বাসচাপায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাসিম উদ্দীন নিহত হয়েছেন।
সোমবার বিকেল ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে হাসপাতালে তিনি মারা যান।
৩৫ বছর বয়সী নাসিম খুলনা মহানগর পুলিশের বিশেষ শাখায় এএসআই পদে কর্মরত ছিলেন।
রূপসা থানার ওসি মোশাররফ হোসেন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, একই মোটরসাইকেলে এএসআই নাসিম ও শফিকুল ইসলাম নামের একজন খুলনার বটিয়াঘাটা থেকে রূপসার দিকে আসছিলেন। ইলাইপুরে পৌঁছালে জ্যোতি পরিবহনের যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এ সময় তারা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।
সেখানে রাত ৮টার দিকে নাসিমের মৃত্যু হয়। শফিকুল ইসলাম শঙ্কামুক্ত আছেন।
বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।