বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বস্তির বৃষ্টিতে শিলার ক্ষত

  •    
  • ১৮ এপ্রিল, ২০২২ ২০:৫৮

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার শুধু শিবগঞ্জেই ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সদরে ১৫ ও গোমস্তাপুরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে শিবগঞ্জে সাড়ে ৫ হাজার হেক্টর জমির আমবাগানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আর সদর উপজেলায় ক্ষতি হতে পারে ২৯৫ হেক্টর জমির আম।

বৈশাখের শুরু থেকেই খরতাপে পুড়েছে চাঁপাইনবাবগঞ্জ। প্রকৃতির এমন শুষ্কতায় হাঁসফাঁস অবস্থা ছিল সবার মাঝেই। তাপদাহে ঝরে পড়ছিল আমের গুটিও। রোববার জেলায় হওয়া ৪০ মিলিমিটারের বৃষ্টিপাতে স্বস্তি ফিরেছে। তবে স্বস্তির এ বৃষ্টিতে বেশ কিছু এলাকায় ছিল শিলার ক্ষত।

কৃষি বিভাগ বলছে, জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির কারণে আমের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আব্দুর রহমান নামে এক বাগান মালিক বলেন, ‘মুকুল এমনিতেই এবার কম, তার ওপর খরা। পানি হলে মনে কর‌্যাছিনু (করেছিলাম) ভালো হবে, কিন্তু শিল পড়্যা (পড়ে) ক্ষতিই হয়েছে।’

আরেক আম ব্যবসায়ী ইব্রাহিম আলী বলেন, ‘ঝড়বৃষ্টি, শিলা সবকিছুই লিয়্যাই (নিয়েই) আমের ব্যবসা করি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। দু-একটা ঝড়ঝাপটা হবেই।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার শুধু শিবগঞ্জেই ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সদরে ১৫ ও গোমস্তাপুরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে শিবগঞ্জে সাড়ে পাঁচ হাজার হেক্টর জমির আমবাগানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আর সদর উপজেলায় ক্ষতি হতে পারে ২৯৫ হেক্টর জমির আম।

আমের পাশাপাশি বোরো ধানের ক্ষতিও করেছে শিলাবৃষ্টি। ধারণা করা হচ্ছে, ১ হাজার ৫৭৫ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘তাপদাহের পর বৃষ্টিপাতের কারণে আমসহ অন্য ফসলের উপকারই হবে। তবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। এতে ওই সব এলাকার আমের কিছুটা ক্ষতি হবে। আমরা সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসাব করছি। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।’

এ বিভাগের আরো খবর