ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন চূড়ান্ত বিপদের মুখে বলে মনে করেন নাগরিক ঐক্যের প্রধান সমন্বয়ক সাবেক আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না।
এই অবস্থায় এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সুস্পষ্ট ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের তাগিদ দিয়েছেন তিনি। সতর্ক করে দিয়েছেন, এখন সরকার নানা টোপ দেবে, সেই ফাঁদে যেন কেউ না পড়েন।
সোমবার গুলশানে বিএনপি আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন মান্না। বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে ‘ইলিয়াস আলীসহ সকল গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি ভিডিও ক্লিপ দেখানো হয়, যাতে দাবি করা হয়, দলটির ৬০০ নেতা-কর্মী গুম হয়েছেন।
২০১৭ সালে ১৭ এপ্রিল বনানীর আমতলীর কাছ থেকে ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলীকে অপহরণের অভিযোগ করছে বিএনপি। এর পর থেকে তাকে আর ফিরে পাওয়া যায়নি। এই ঘটনার জন্য বিএনপি দায়ী করছে সরকারকে।
মান্না বলেন, ‘এটা এমন একটা সময় যখন ক্ষমতাসীনরা চূড়ান্ত বিপদের মধ্যে।’ এই পরিস্থিতিতে সরকারের কী কৌশল সেটাও জেনেছেন তিনি। বলেন, ‘ওরা একদিকে আপনাদেরকে স্টিক দেখাবে, আরেক দিকে ক্যারেড দেখাবে। ইংরেজিতে যেমন বলে ‘‘স্টিক অ্যান্ড ক্যারেড পলিসি"- ঠিক এ রকম চেষ্টা করবে। আপনাদেরকে ধমক দেবে আবার ওইদিকে নির্বাচনের টোপ দেবে।’
র্যাবের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়ার পর নতুন করে নিষেধাজ্ঞার যে কথা বলাবলি হচ্ছিল, সেটি আসলে দেয়া হচ্ছে না বলেও মনে করেন মান্না।
বলেন, ‘দেখেছেন না, আমেরিকা নিষেধাজ্ঞা দেয়ার চার মাস পরে গতকালকে কুমিল্লাতে একটা আবার ক্রসফায়ার হয়েছে। এই ক্রসফায়ারের জন্য আমেরিকা বলেন, অন্যরা বলেন, নতুন করে আবার প্রশ্ন করবে, আবার তাদের নতুন করে স্যাংশন দেবে, সেকেন্ড যে স্যাংশনের কথা শুনেছেন সেটায় কি আর রয়েছে?’
তিনি বলেন, “আন্তর্জাতিক রাজনীতি মানবতা রেখে চলে না সব সময়। বরং বেশির ভাগ সময় আন্তর্জাতিক রাজনীতি এমনকি দেশেরও রাজনীতি কেবলমাত্র ক্ষমতার হিসাব-নিকাশের ওপরে চলে।’
বিএনপি বর্তমান সরকারের অধীনে ভোটে না যাওয়ার যে ঘোষণা দিয়েছে, তার প্রশংসাও করেন মান্না। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি মনে করি খুবই যথার্থভাবে আপনার দল (বিএনপি) এটা বলেছেন, ‘নো টু দিস গভর্নমেন্ট, আমরা একে মানি না, এর অধীনে কোনো নির্বাচন করব না’।”
কেন সরকার পতনের আন্দোলনে সফল হওয়া যাচ্ছে না, সেই কথাও তোলেন মান্না। বলেন, ‘এতগুলো বছর পরে এটাই হলো সত্য যে আমরা সিন্দাবাদের দৈত্যের চাইতে নিষ্ঠুর একটা দৈত্যকে কাঁধে নিয়ে চলছি। না নিয়েও উপায় নেই। আমরা যদি অনেক জোরে কাঁধ ঝাঁকি দিই উনি পড়েন না, আমরা যে রকম করেই চেষ্টা করছি উনি যাচ্ছেন না। ভাববার বিষয়।’
সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘তখনই বলেছিলাম, মাফ চেয়ে, হাত বদল করে যত মিনতি করেন এরা আপনাদের হারানো স্বজনদের ফিরিয়ে দিতে পারবেন না। কারণ ওরা তো নিজেরাই নিয়ে গেছে এবং নিয়ে যে গেছে, এর পেছনে লক্ষ্য ছিল একটাই, তাদের রাজনীতি, তাদের দল, তাদের ক্ষমতা পাকাপোক্ত করবে।’