রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ আকাশ নামে এক লেগুনার হেলপার নিহত হয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ধোলাইপাড় কবরস্থান রোড মসজিদের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল হক বলেন, ‘খবর পেয়ে কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় আহত অবস্থায় আকাশকে পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
তিনি জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
২২ বছর বয়সী আকাশের বাবা শামসুদ্দিন আহাম্মেদ জানান, তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পদ্মারচর গ্রামে। যাত্রাবাড়ী মুরাদপুর এলাকায় থাকতেন তারা। তবে আকাশ লেগুনা স্ট্যান্ডেই বেশির ভাগ সময় থাকতেন।
নিহত আকাশের খালাতো ভাই মুহাম্মদ জুম্মান মিয়া অভিযোগ করে বলেন, ‘ধোলাইপাড় ডিপটি গলির মেহেদী বাট্টিসহ তিন-চারজনের সঙ্গে আকাশের বিরোধ ছিল। এই বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।’