যশোরের শার্শায় খড়ের গাদায় ফেলে যাওয়া নবজাতককে দত্তক পেয়েছে এক নিঃসন্তান দম্পতি।
শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার দুপুর ৩টার দিকে শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে শার্শা-বেনাপোল সড়কের একটি স্কুলের পাশের খড়ের গাদা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে দত্তক নেয়ার জন্য নিঃসন্তান ছয়টি দম্পতি আবেদন করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা, পল্লি উন্নয়ন কর্মকর্তা, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে তাদের সাক্ষাতকার নেয়া হয়। এরপর আর্থিকভাবে সচ্ছল একটি পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়।
রাসনা বলেন, ‘ওই দম্পতি শিশুটির নামে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার দলিল লেখা হবে বলে পরিবারটি মুচলেকা দেয়।’
শিশুটিকে দত্তক নেয়া ৩৫ বছর বয়সী ওই নারী জানান, ১৭ বছর আগে তাদের বিয়ে হয়েছে। তার স্বামী একজন ব্যবসায়ী। এত বছরেও তাদের কোনো সন্তান হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, ‘আল্লাহ আমার গর্ভে সন্তান দেয়নি। আমি মাতৃত্বের স্বাদ পাইনি। আজ আমি সন্তান পেয়ে খুব খুশি।’
ছেলে শিশুটিকে হস্তান্তরের সময় বাবা-মার সঙ্গে নানা ও দাদাও উপস্থিত ছিলেন। দাদা শিশুটির নাম দিয়েছেন আব্দুর রহিম।