বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিন্দু পরিবারে হামলা: আমরবুনিয়া গ্রামে আতঙ্ক

  •    
  • ১৮ এপ্রিল, ২০২২ ০০:৪৯

নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, ‘হামলায় নেতৃত্ব দেয়া উজ্জ্বল ও নুরজামাল দুইজনই দুর্ধর্ষ। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারসহ নানা অপরাধের সঙ্গে তারা জড়িত। তারা এখনও গ্রেপ্তার হয়নি। এদিকে গ্রামের মানুষ গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন।’

বাগেরহাটের মোড়েলগঞ্জের আমরবুনিয়া গ্রামে এক হিন্দু পরিবারের বসতবাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ওই ঘটনায় নেতৃত্ব দেয়া জামায়াতের নুরজামাল হাওলাদার ও যুবলীগের উজ্জ্বল খানকে এখনও ধরতে পারেনি পুলিশ। তারা গ্রেপ্তার হলে গ্রামে স্বস্তি ফিরবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ওই গ্রামের হিন্দু পরিবারগুলো ফের হামলার আতঙ্কে রয়েছে। আর মুসলমান পরিবারের পুরুষরা গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন।

ফেসবুকে ইসলাম ও মহানবীকে (সা.) অবমাননা করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ১১ এপ্রিল রাতে আমরবুনিয়া গ্রামের এক হিন্দু পরিবারের বসতবাড়িতে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা।

বিতর্কিত পোস্ট দেয়ার অভিযোগে ওই গ্রামের যুবক কৌশিক বিশ্বাসকে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বসতবাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় কৌশিকের বাবা রমনী বিশ্বাস বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮০-৯০ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেসবুকে ধর্ম অবমাননা করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে গ্রামের সত্তার হাওলাদার বাদী হয়ে কৌশিক বিশ্বাসের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। এই দুই মামলায় এখন পর্যন্ত কৌশিকসহ কারাগারে আছেন ২০ জন।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ওই হিন্দু পরিবারে হামলায় নেতৃত্ব দেয়া স্থানীয় জামায়াত সমর্থক নুরজামাল হাওলাদার ও যুবলীগ সমর্থক উজ্জ্বল খানকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রোববার ওই গ্রাম ঘুরে একাধিক হিন্দু ও মুসলমান পরিবারের সঙ্গে কথা হয় নিউজবাংলার প্রতিবেদকের। সেখানে প্রায় প্রতিটি হিন্দু পরিবারের সদস্যরা ফের হামলার আশঙ্কার কথা বলেছেন। প্রতিটি মুসলমান পরিবারের পুরুষরা গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন।

আমরবুনিয়া গ্রামের বাসিন্দদের ভাষ্য

আমরবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মালেক গাজী বলেন, ‘হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা হলেও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৮০-৯০ জনকে। গ্রামের সাধারণ মানুষ ওই মামলায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। অনেক পরিবারের পুরুষরা গ্রামের বাইরে অবস্থান করছেন। কিছু কিছু পরিবারের পুরুষ গ্রামেই আছেন। তারা দিনের বেলায় লুকিয়ে বাড়ি আসেন।’

তিনি আরও বলেন, ‘হামলার নেতৃত্ব দেয়া উজ্জ্বল ও নুরজামাল এখনও পলাতক। এই দুইজন গ্রেপ্তার হলে গ্রামের মানুষ স্বস্তি পেতো।’ আমরবুনিয়ার পাশের ঝিউধরা গ্রামের দেলোয়ার হোসেন বলেন, ‘আমরবুনিয়া গ্রামের অনেক পুরুষ এলাকা ছেড়েছেন। পাশাপাশি আমাদের গ্রামের মানুষও আতঙ্কে রয়েছে। ঘটনার দিন শুধু আমরবুনিয়া নয়, আশপাশের বিভিন্ন গ্রামসহ মোংলা উপজেলা থেকেও মানুষ এসে ওই বাড়িতে হামলা চালায়।

‘ঘটনার দিন ওই গ্রামসহ আশপাশের বিভিন্ন মানুষ ওইখানে গেছিলো। সবাই তো আর ভাঙচুর করতে যায়নি। তারপরও গ্রেপ্তার হওয়ার আতঙ্ক রয়েছে সবার মনে।’আমরবুনিয়া গ্রামের সুরেষ রায়ের স্ত্রী সিকা রায় বলেন, ‘ঘটনার দিন আমার বাড়িতে অনুষ্ঠান ছিল। প্রায় ৩০-৩৫ জন মেহমান বাড়িতে ছিলেন। ভয়ে বাড়ির পেছনে মাঠে আত্মীয়-স্বজনসহ লুকিয়ে ছিলাম।

‘গ্রামে পুলিশ আছে। এখন পরিস্থিতি ভালো। তবে এখানকার হিন্দুদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক রয়েছে। সবকিছু ভুলে গিয়ে আগের মতো হিন্দু-মুসলমান মিলেমিশে গ্রামে বসবাস করতে চাই আমরা।’কৌশিকের বাবা রমনী বিশ্বাস বলেন, ‘আমার ছেলে যে অপরাধ করেছিল, গ্রামের সালিশে তার বিচার হয়েছে। তাকে আমি শাসন করেছি। বিষয়টি তখনই মিটমাট হয়ে যায়। তারপারও আমি ছেলের অপরাধের শাস্তির দাবি জানাই। সে যদি অপরাধী হয়, দেশের আইনে তার বিচার হোক।

‘আমার বাড়িতে যারা হামলা চালিয়েছে আমি তাদেরও বিচার চাই। এখনও আমরা বাড়িতে ঘুমাই না। ঘটনার দিন আমারা আশপাশের প্রায় পাঁচটি হিন্দু পরিবারের সবাই বাড়ি-ঘর ছেড়ে ধান ক্ষেতে লুকিয়ে ছিলাম। অনেকে আবার মৎস্য ঘেরের পানিতে গলা পর্যন্ত ডুবে ছিল। কারা হামলা করেছে কিছুই দেখতে পারিনি।’

তিনি বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ অনেক সহযোগিতা করছে। তারা এখনও আছে বলে কিছুটা নিরাপত্তার মধ্যে আছি। গোপনে অনেক হুমকী-ধামকী পাচ্ছি, সেগুলো বলতে পারবো না।’রমনী বিশ্বাসের প্রতিবেশী কামরুল চাপরাশি বলেন, ‘ঘটনার দিন নুরজামাল ও উজ্জ্বলের নেতৃত্বে একটা মিছিল এসে হামলা করে। সেই মিছিলে গ্রামের অনেক মানুষ থাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ছিল। দুই জনের উসকানিতে ঘটনা ঘটিয়ে এখন পুরো গ্রামের মানুষ অশান্তির মধ্যে রয়েছে। ওরাতো ঠিকই ঘটনার পর পালিয়ে জঙ্গলে (সুন্দরবনে) চলে গেছে।’

যা বলছে জনপ্রতিনিধি ও পুলিশ

নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, ‘আমরবুনিয়া গ্রামে ১১০ পরিবারের বসবাস। এর মধ্যে হিন্দু পরিবার আছে ৫৪টি। দীর্ঘদিন ধরে এখানে হিন্দু ও মুসলমান পরিবারগুলো সুখে-শান্তিতে বসবাস করে আসছে। কখনও এমন ঘটনা ঘটেনি। ঘটনার দিন শুধু আমরবুনিয়া গ্রামের মানুষই নয়, পাশের গ্রামের অনেক মানুষ তাদের সঙ্গে একত্রিত হয়েছিলেন।

‘ঘটনার পর রমনী বিশ্বাসের ক্ষতিগ্রস্ত বাড়ি ও গ্রামের মন্দিরটি ইউএনওর নির্দেশে মেরামত করে দেয়া হয়েছে। রমনী বিশ্বাসকে নতুন পাকাঘর ও মন্দিরটি সংস্কার কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আশা করছি, শিগগিরই কাজ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘ এ ঘটনার নেতৃত্ব দেয়া উজ্জ্বল ও নুরজামাল দুইজনই দুর্ধর্ষ। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারসহ নানা অপরাধের সঙ্গে তারা জড়িত। এই দুইজনের উসকানিতেই মূলত ঘটনা ঘটে।

‘গ্রামের মানুষ গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। ওই সব পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছি, নিরীহ মানুষকে পুলিশ গ্রেপ্তার করবে না।’ মোড়েলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত। সার্বিক নিরাপত্তার জন্য সেখানে ২৪ ঘন্টা পুলিশ মোতায়েন রেখেছি। তদন্তে দোষী না হওয়া পর্যন্ত কাউকে আমরা গ্রেপ্তার করছি না। তাই গ্রামের মানুষের ভয়ের কিছু নেই। ঘটনার পর দুটি মামলা করা হয়েছে।’

ওসি জানান, দুই মামলায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় নেতৃত্ব দেয়া উজ্জ্বল ও নুরজামালকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো খবর