কুমিল্লা সদরে নিখোঁজের দুই দিন পর ৭ বছরের শিশুর মরদেহ পাওয়া গেছে একটি ক্ষেতে। পুলিশ জানিয়েছে, শিশুর সৎ-বাবা স্থানীয় লোকজনকে ওই ক্ষেতে মরদেহটি দেখিয়ে দিয়ে পালিয়ে যান।
সদর দক্ষিণ উপজেলার সুয়াজীর ভাটপাড়ার এলাকায় ক্ষেত থেকে রোববার রাতে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত শিশুর নাম মো. বাপ্পি। তার বাড়ি ওই এলাকাতেই।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সুয়াজী এলাকার ফরিদ ফাইবার কোম্পানির পাশের ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করে। গত শুক্রবার বাপ্পি হারিয়ে যায় বলে শনিবার থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।
প্রশান্ত পাল বলেন, ‘ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। এই হত্যাকাণ্ডে শিশু বাপ্পির সৎ-বাবা রুবেল হোসেন জড়িত বলে আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করেছি। সে-ই লাশ দেখিয়ে দিয়ে পালিয়ে যায়। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’