বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এমপিওতে শিক্ষকদের বয়স জটিলতার অবসান

  •    
  • ১৭ এপ্রিল, ২০২২ ২২:০০

তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের বয়স ছিল সবোর্চ্চ ৩৫ বছর। কিন্তু নিয়োগের সুপারিশ দিতে প্রায় ১ বছরের বেশি সময় নেয় এনটিআরসিএ। এতে অনেক প্রার্থীর বয়স ৩৫ বছর অতিক্রম করে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের এমপিওভুক্তিতে ৩৫ বছর ঊর্ধ্ব শিক্ষকদের বয়স জটিলতার অবসান হয়েছে।

রোববার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সোনা মনি চাকমার সই করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, উচ্চ আদালতে দায়ের করা বিভিন্ন রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে এনটিআরসিএর জারি করা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলার রায় অনুযায়ী ২০১৮ সালের ১২ জানুয়ারির আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আরও বলা হয়, এনটিআরসিএ তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যারা উচ্চ আদালতে রিট পিটিশন করেছিলেন এবং ২০১৮ সালের ১২ জুনের আগে শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত হয়েছেন তাদের এমপিও প্রাপ্তির ক্ষেত্রে বয়সসীমা প্রযোজ্য হবে না।

তবে এই আদেশ কোনো ক্ষেত্রে নজির হিসেবে গণ্য করা যাবে না বলে শর্ত দেয়া হয়েছে।

এমপিও নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩৫ বছর। কিন্তু নিয়োগের সুপারিশ দিতে প্রায় ১ বছরের বেশি সময় নেয় এনটিআরসিএ। এতে অনেক প্রার্থীর বয়স ৩৫ বছর অতিক্রম করে। বিষয়টি প্রথম নজরে আসে যখন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা এমপিওর জন্য আবেদন করেন। এমপিও আবেদনের সফটওয়্যার ৩৫ বছরের বেশি নিয়োগকৃত শিক্ষকদের আবেদন গ্রহণ করছিল না।

এর আগে রোববার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৩৫ বছরের বেশি বয়সের শিক্ষকদের যোগদান ও ইনডেক্সধারীদের এমপিও জটিলতা সমাধান করা সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান নিউজবাংলাকে বলেছিলেন, ‘আজ শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক ছিল। বৈঠকে ৩৫ বছরের বেশি বয়সীদের নীতিমালা অনুযায়ী যোগদানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যেসব পদে নিয়োগের সুপারিশ পাওয়ার পরও কেউ যোগ দেননি সেসব শূন্য পদে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের সুপারিশ করা হবে।’

এর আগে গত ৩১ জানুয়ারি তৃতীয় গণনিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ।

যদিও গত বছরের ১৫ জুলাই ৩৮ হাজার ২৮৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছিল এনটিআরসিএ।

গত বছরের ৩০ মার্চ তৃতীয় ধাপে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫৪ হাজার ৩০৪ জন শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ১০১টি পদ রয়েছে। এর মধ্যে এমপিওভুক্ত পদ ২৬ হাজার ৮৩৮টি। মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদ ২০ হাজার ৯৯৬টি।

এর মধ্যে ১৯ হাজার ১৫৪টি এমপিওভুক্ত। আর ২ হাজার ২০৭টি এমপিও পদ রিট মামলায় অংশ নেয়াদের জন্য সংরক্ষিত রাখা হয়।৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশ করার কথা থাকলেও গত বছরের ১৫ জুলাই সুপারিশ করা হয়েছে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে। তাদের মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জন এবং নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জন।

আর ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি নারী কোটায় প্রার্থী না পাওয়ায় ১৫ হাজার ৩২৫টি পদে ফল দেয়নি এনটিআরসি।

এ বিভাগের আরো খবর