নীলফামারীর টুপামারীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে এক কৃষক নিহত হয়েছেন বলে জানা গেছে।
নীলফামারী-রামগঞ্জ সড়কের রামগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৬০ বছরের শমসের আলীর বাড়ি ডিমলার গয়াবাড়ী ইউনিয়নের ফুটানির হাটে।
শমসের আলীর জামাতা হেফজুল কবির জানান, ডিমলা থেকে অটোরিকশায় করে নীলফামারী যাচ্ছিলেন তিনি। পথে চলন্ত অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হয়েছেন বলে জেনেছেন। পরে কয়েকজন ছাত্র তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম বলেন, ‘শমসের আলী নীলফামারী কোর্টে যাচ্ছিলেন। পরে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পাই।’
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘এ ধরনের দুর্ঘটনার খবর আমাদের কাছে আসেনি। এলে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’