চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর সিএনজিচালিত অটোরিকশাচালক ও স্থানীয়দের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধনে জড়িতদের শাস্তি ও নিরাপদ যাতায়াতের দাবি করেন তারা।
এ সময় প্রাণিবিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজস্ব পরিবহনেই অনিরাপদ। পাথর নিক্ষেপ, ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, সিএনজিচালকদের হামলাসহ এসব অন্যায়ের বিপক্ষে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নেয় সে দাবি জানাই। আমরা চাই চবির আর কোনো শিক্ষার্থী যেন আঘাতপ্রাপ্ত না হয়, যেন নিরাপদ থাকে।’
স্থানীয়দের মারধরে আহত শিক্ষার্থী প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দিব্য ভট্টাচার্য বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমাদের উপর হামলা হচ্ছে। এরই মধ্যে আমাদের প্রায় ১৫ থেকে ২০ জনের উপর হামলা হয়েছে। জুনিয়রদের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন। খুব বেশিদিন নেই, হয়তো আমাদের মতো টিচারদের উপরও এমন হামলা হতে পারে। তাই তাদের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।’
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি বরাবর হামলায় জড়িতদের শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
এর আগে বিভিন্ন সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে অটোরিকশাচালক ও স্থানীয়দের বিরুদ্ধে। সর্বশেষ বাংলা নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার এক শিক্ষার্থীকে অটোরিকশাচালকের মারধরের পর আরেকটি অটোরিকশা আটক করলে শিক্ষার্থীদের আবার মারধরের অভিযোগ উঠে স্থানীয়দের বিরুদ্ধে।
কয়েকজন শিক্ষার্থী জানান, সমাজতত্ত্ব বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত হোসেন মোটরসাইকেল নিয়ে এক নম্বর রেল ক্রসিংয়ে যান। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। চালককে সাবধানে অটোরিকশা চালানো কথা বললে চালকের সঙ্গে আরাফাতের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে অটোচালক আরাফাতকে মারধর করেন।