চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় বাসচাপায় রবিউল হোসেন সেলিম নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসাড়কের জোরারগঞ্জ এলাকায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউলের বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাপাহাড় এলাকায়। তিনি মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা বলে জানা গেছে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সরফুদ্দিন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় তিশা প্লাটিনাম নামে একটি বাস তাকে চাপা দেয়। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছে তবে বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’