টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই আরোহী আহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলী আলিফ স্টিল মিলের সামনে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৫ বছরের রেজাউল ইসলাম উপজেলার চণ্ডিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমার্থক বলে জানা গেছে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশের কর্মকর্তা আতাউর রহমান।
তিনি জানান, গাবসারা ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম তার কয়েকজন সমার্থক নিয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নিতে যান। শপথ শেষে ফেরার সময় ঘটনাস্থলে রেজাউলের মোটরসাইকেলটিকে একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন।
পুলিশের কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’