বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউএনও অফিসে আগুনে পুড়ল নথিপত্র

  •    
  • ১৭ এপ্রিল, ২০২২ ১১:৩৯

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে পুড়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ সব নথিপত্র। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার সকাল ৭টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে আগুন লাগার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রোববার সকাল ৭টায় হঠাৎ বাইরে থেকে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসাকে জানালে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। প্রায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র, চেয়ার-টেবিল, আলমারিসহ কক্ষটির সবকিছু। তবে পাশের কক্ষগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মিজানুর রহমান বলেন, ‘সকাল ৭টা ১২ মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন নির্বাহী অফিসারের রুমটি জ্বলছিল। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা নিউজবাংলাকে বলেন, ‘সকাল ৭টায় আনসাররা আমাকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমার অফিসের সব গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক মুর্শেদা জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

এ বিভাগের আরো খবর