নাটোরের গুরুদাসপুরে মাদ্রাসার বারান্দা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উদবাড়িয়া দাখিল মাদ্রাসার বারান্দা থেকে শনিবার রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১টার দিকে স্থানীয়রা মাদ্রাসার বারান্দায় কালো পলিথিনের ওপর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহের পাশে মোটা রশি পড়ে ছিল ও কয়েল জ্বলছিল। ওই যুবকের গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, ‘মরদেহ থানায় নেয়া হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেই সঙ্গে হত্যার কারণ জানতে পুলিশ, সিআইডি, ডিবি ও পিবিআই কাজ করছে।’