পটুয়াখালীর কলাপাড়ায় দুই গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার রজপাড়া গ্রামের রাজিব সরদারের দুই বছরের ছেলে তাসিন এবং পাখিমারা গ্রামের ইউসুফ হাওলাদারের চার বছরের মেয়ে সাদিয়া পানিতে ডুবে মারা গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
তাসিনের দাদা শাহাবুদ্দিন সরদার জানান, সকাল ৮টার দিকে নিজ বাড়ির উঠানে খেলছিল তাসিন। এ সময় পরিবারের লোকজন বাড়ির পাশে জমিতে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে তাসিন উঠানের পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তার দেহ ভেসে ওঠে।
তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদিয়ার স্বজনরা জানান, সকাল ১০টার দিকে বাড়িতে বেড়া বুননের কাজ করছিলেন পরিবারের লোকজন। পাশেই খেলছিল সাদিয়া। একপর্যায়ে উঠানে সাদিয়াকে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পর তাকে উঠানের পাশের পুকুরে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত বলে জানান।
কলাপাড়া থানার ওসি জসিম জানান, একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দুই পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় আলাদা দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।