চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভ্যন্তরীণ বাস সার্ভিস চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে ৫ ঘণ্টা ধরে অবস্থান নিয়ে রাখেন শিক্ষার্থীরা।
তাদের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর চক্রাকারে ৬টি বাস দিতে হবে। এই দাবি পূরণের জন্য তারা শুক্রবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বসে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী মাহমুদুল ইসলাম অয়ন বলেন, ‘আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাভাবে তাদের অধিকার বঞ্চিত হচ্ছে। আবাসন অধিকার, খাদ্য অধিকার, পরিবহন অধিকার ইত্যাদি। সেজন্যই আমরা এবার ছয়টি চক্রাকার বাস চালুর দাবিতে অবস্থান নিয়েছি। বাস চালু করলে স্থানীয়দের দৌরাত্ম্য কমবে।’
ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অন্য এক শিক্ষার্থী তাসফিয়া জাসারাত নোলক বলেন, ‘আমাদের আজকের আন্দোলনটা মূলত শাটল বাস চালুর দাবিতে। আমরা ক্যাম্পাসে শাটল বাস বিশ্ববিদ্যালয়ে চালু চাই। এখানে প্রশাসনের ভর্তুকি দিয়ে আমাদের চালাতে হবে না। আমরাই বরং প্রয়োজনীয় ভাড়া দিয়ে বাস সার্ভিস চালু রাখব। তবুও আমাদের বাস সার্ভিস চালু চাই।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, ‘বাস চালু করা যাবে কি না সেটার সম্ভাব্যতা যাচাই করতে হবে। আগে চালু ছিল, সেটা সিন্ডিকেটের মাধ্যমে বন্ধ হয়েছে। আমাদের জীব বৈচিত্র্য রক্ষারও একটি প্রশ্ন আছে। সব দিক বিবেচনা করে বাস চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে।’