পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গ, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও যানজটের কারণে পথে আটকে পড়া মানুষের মাঝে ইফতারি বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে।
শুক্রবার রাজধানীর মিরপুর-১০ ও সাদা পানির ট্যাঙ্ক এলাকায় ছয় শতাধিক মানুষের হাতে তুলে দেয়া হয় ইফতার সামগ্রি।
পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে তৃতীয় লিঙ্গসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই ইফতারি বিতরণ করা হয়েছে। আজকের আয়েজনে ছয় শতাধিক মানুষের হাতে পাথওয়ের কর্মীরা ইফতার তুলে দেন।’
এ ছাড়া রোজাদার ব্যক্তি ট্রাফিক জ্যামের কারণে সময় মতো যারা বাসায় পৌঁছতে পারেননি তাদের মাঝেও বিতরণ করা হয় ইফতারি।
তিনি জানান, সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের মুখে হাসি ফুটাতে প্রতিবারের মতো এবারও নিরলসভাবে কাজ করেছেন পাথওয়ের একঝাঁক কর্মী।
তিনি বলেন, পাথওয়ের মতো সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের সামর্থ অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এগিয়ে আসলে এই মানুষগুলোর মুখেও হাসি ফুটবে। তারাও ধনী-গরিব ভেদাভেদ ভুলে সমাজের বৃত্তবানদের সঙ্গে বসে একই কাতারে ইফতার করতে পারবে।
পাথওয়ে জানায়, ঢাকার বাইরে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের জন্য পাথওয়ের প্রশিক্ষণ ও পুর্নবাসন কার্যালয় বরিশালে ইফতার বিতরণ করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থাটি করোনাকালীন জনসচেতনা বৃদ্ধির জন্য লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার বিরণ করে।
এ ছাড়া করোনা আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেয়া, বিনামূল্যে মৃত ব্যক্তিদের গোসল ও দাফনের মতো মানবিক কাজও করে পাথওয়ে টিম।