বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাইকেলে ১১ গ্রাম ঘুরে ৩৫০ শিক্ষার্থীর বর্ষবরণ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ এপ্রিল, ২০২২ ২০:৪৭

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল নিউজবাংলাকে বলেন, ‘আমরা সাড়ে তিন শ ছেলেমেয়ে নিয়ে বাইসাইকেলে গ্রামে গ্রামে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছি। নতুন বছরে করোনাসহ রোগবালাই দূরে যাক, জরাজীর্ণ ঝরে যাক, নতুনভাবে সজ্জিত হোক ধরা।’

নড়াইল সদরে ১৫ কিলোমিটার ১১ গ্রাম সাইকেলে ঘুরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছে সাড়ে তিন শ শিক্ষার্থী।

পয়লা বৈশাখে ভোরে শেখহাটি গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজন করে।

সাইকেল শোভাযাত্রাটি এলাকার মানুষকে আনন্দিত করেছে। করোনার কারণে দুই বছর পর এমন ব্যতিক্রম উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ এলাকাবাসী।

এদিন ভোরে বৈশাখী সাজে বিদ্যালয় চত্বরে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সেজেছিল কৃষক, শ্রমিক, বাউলসহ নানা সাজে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের মুখেও দেখা গেছে আলপনা।

সকাল ৮টার দিকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শিক্ষার্থীরা বের করে বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা। সাড়ে তিন শ সাইকেলের বহরের প্রথমেই ছিল শাড়ি পরা ছাত্রীরা। এরপর স্কুলড্রেস পরা ছাত্রী এবং সর্বশেষে ছাত্ররা।

শোভাযাত্রাটি গুয়াখোলা, হাতিয়াড়া, বাকলি, মালিয়াট, কমলাপুর, রঘুরামপুর, দোগাছিসহ ১১টি গ্রাম প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুপাশের মানুষ হাত নেড়ে শিক্ষার্থীদের অভিবাদন জানান।

দশম শ্রেণির অঙ্কিতা ভৌমিক নিউজবাংলাকে বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির জীবনে খুবই আনন্দের দিন। এ অনুষ্ঠানে কোনো জাতি-ধর্ম ভেদাভেদ নেই। আমরা সবাই মিলে এটি উদযাপন করি।

‘দিনটি উদযাপনে আমরা সাত দিন ধরে প্রস্তুতি নিয়েছি। সবার মুখে শুভ নববর্ষ লিখেছি। মাথায় ক্যাপ পরেছি। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন বানিয়েছি। পাখি, মাছ, নৌকাসহ বিভিন্ন ধরনের বর্ষবরণ উপকরণ তৈরি করেছি।’

দশম শ্রেণির হ্যাপী পাঠক, চৈতী গোস্বামী, অষ্টম শ্রেণির অনন্যা সিংহসহ শিক্ষার্থীরা জানায়, বাংলা নববর্ষ উদযাপন একটি সর্বজনীন উৎসব। গত দুই বছর করোনার কারণে উদযাপন করা সম্ভব হয়নি। এ বছর এটি প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এবার আনন্দের ছোঁয়া লেগেছে বর্ষবরণ অনুষ্ঠানে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল নিউজবাংলাকে বলেন, ‘আমরা সাড়ে তিন শ ছেলেমেয়ে নিয়ে বাইসাইকেলে গ্রামে গ্রামে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছি। নতুন বছরে করোনাসহ রোগবালাই দূরে যাক, জরাজীর্ণ ঝরে যাক, নতুনভাবে সজ্জিত হোক ধরা।’

এ বিভাগের আরো খবর