শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি বিমানে মোহাম্মদ রাসেল নামে একজন যাত্রী আসেন। তার কাছ থেকে এই পরিমাণ সোনা উদ্ধার করে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৩৪৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি বিমানে মোহাম্মদ রাসেল নামে একজন যাত্রী আসেন। তার কাছ থেকে এই পরিমাণ সোনা উদ্ধার করে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম।
ঢাকা কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যাত্রী রাসেলকে গ্রেপ্তারের পর নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’