ময়মনসিংহের গৌরীপুরে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, রোগ থেকে মুক্তি পেতে গলায় ফাঁস দিয়েছেন তিনি।
উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী এলাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
২৫ বছরের লিয়াকত আকন্দ ওই এলাকার শামসুল হুদা আকন্দের ছেলে।
গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার নিউজবাংলাকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতের পরিবারের বরাতে তিনি বলেন, ‘লিয়াকত দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তার শরীরে অস্থিরতা ও জ্বালাপোড়া ভাব ছিল। অনেক চিকিৎসা করেও কোনো ফলাফল পাওয়া যায়নি।’
লিয়াকতের বড় ভাই শফিক আকন্দ বলেন, ‘আমার ভাইকে অনেক চিকিৎসা করিয়েও সুস্থ করতে পারিনি। আমাদের ধারণা, অস্থিরতা ও জ্বালাপোড়া সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করেছে।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানিয়েছেন ওসি।