রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার এলাকার একটি প্লাস্টিক কারখানায় ধরা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস শুক্রবার দুপুর ১২টা ৬ মিনিটে আগুন লাগার খবর পায়। বাহিনীর ১২টি ইউনিটের চেষ্টায় ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহজাহান শিকদার নিউজবাংলাকে আগুন ধরার তথ্য জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, টিনশেড ঘরে প্লাস্টিকের কারখানা। সেখানেই আগুন লেগেছে।
কারখানার ভেতর কেউ আটকা পড়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তবে শ্রমিকদের বরাতে বাহিনীটি জানিয়েছে, কিছু শ্রমিক ভেতরে কাজ করছিলেন। আগুন লাগার পরপরই তারা বেরিয়ে আসেন।
টিনশেডের তৈরি কারখানার পাশে আবাসিক কিছু ভবন রয়েছে। সেখানে আগুন ছড়ায়নি।
আগুন নিয়ন্ত্রণ নিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছিলেন, ‘প্লাস্টিকের কারখানায় আগুন হওয়ায় ভেতরে দাহ্য পদার্থ রয়েছে, যে কারণে সময় লাগছে।
‘বাইরে থেকে ধোঁয়া কমে এসেছে। ভেতরে ছোট ছোট আগুন থাকতে পারে।’