মাগুরার শ্রীপুরে ট্রাকের ধাক্কায় এক বালুশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
পুলিশ জানিয়েছে, ইঞ্জিন চালু রেখে ট্রাকচালক পাশের দোকানে গিয়েছিলেন।
শ্রীপুর উপজেলার খামারপাড়া তালতলা মোড়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
৫৫ বছর বয়সী নিহত দীপু সাধুর বাড়ি খামারপাড়া মাদ্রাসার পেছনে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শরিফুজ্জামান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তালতলা মাদ্রাসা মার্কেটের সামনে বালু নামানো শেষে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। চালক ইঞ্জিন চালু রেখে পাশের দোকানে গেলে ট্রাকটি হঠাৎ গড়াতে শুরু করে। এ সময় সামনে দাঁড়ানো তিনটি ইজিবাইক ও দুটি ভ্যানকে এটি চাপা দেয়।
এতে একটি ভ্যানে বসে থাকা বালুশ্রমিক দিপুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। সেই সঙ্গে ইজিবাইকের অন্তত চারজন যাত্রী ও চালক গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শরিফুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরাও সেখানে চিকিৎসা নিচ্ছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার দুর্ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ইঞ্জিন চালু রাখা চালকহীন ট্রাকের মাধ্যমে কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে বের করা হবে।’