সুনামগঞ্জে দুই বাসের সংঘর্ষে বাস উল্টে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক যুবক।
শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩০ বছর বয়সী নিহত ওয়াসিম দাসের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামে। ৩৭ বছর বয়সী আহত মো. আলমগীরের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাদিপুর গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বাসে ওঠার জন্য ওয়াসিম এবং আলমগীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়েছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী নিলাদ্রী পরিবহনের একটি বাস ও একটি লোকাল বাসের মধ্যে সংঘর্ষ হয়। লোকাল বাসটি উল্টে ওয়াসিম ও আলমগীরের ওপর পড়ে।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।
ওসি ইখতিয়ার বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিলাদ্রী পরিবহনের বাসটি হেলপার চালাচ্ছিলেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনার পর থেকে দুই বাসের চালক-হেলপার পলাতক।’