বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনাপোলে পুড়ল ভারতের ৫ ট্রাক

  •    
  • ১৫ এপ্রিল, ২০২২ ০৯:১৭

কর্মচারীরা জানান, বন্দরে এর আগেও ব্লিচিং পাউডারবাহী কয়েকটি ট্রাক পুড়ে গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি।

বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা ব্লিচিং পাউডারবোঝাই পাঁচটি ট্রাক পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

বন্দরের ট্রাক টার্মিনালের টিটিআই (ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড) মাঠে শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্লিচিং পাউডার আনলোডের অপেক্ষায় ভারতের ট্রাকগুলো কয়েক দিন ধরে টিটিআই মাঠে রাখা ছিল। ভোরের দিকে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। দ্রুত তা আরও চারটি ট্রাকে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার রতন কুমার দেবনাথ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।

কর্মচারীরা জানান, বন্দরে এর আগেও ব্লিচিং পাউডারবাহী কয়েকটি ট্রাক পুড়ে গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি।

এ বিভাগের আরো খবর