বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোংলায় ট্রলার ডুবে নারীর মৃত্যু

  •    
  • ১৪ এপ্রিল, ২০২২ ২১:২৬

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘পারভীন বেগম ও তার স্বামী লিয়াকত শেখ মোংলা পৌর এলাকার একটি স-মিল থেকে গাছ চেরাই করে ট্রলারে বাড়ি ফিরছিলেন। পশুর নদীর সুন্দরতলা এলাকার কাছাকাছি এলে ঢেউয়ের কারণে ট্রলারটি উল্টে যায়।’

বাগেরহাটের মোংলায় ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পশুর নদীর সিন্দুরতলা এলাকায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম পারভীন বেগম। তার বয়স ৩০। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘পারভীন বেগম ও তার স্বামী লিয়াকত শেখ মোংলা পৌর এলাকার একটি স-মিল থেকে গাছ চেরাই করে ট্রলারে বাড়ি ফিরছিলেন। পশুর নদীর সুন্দরতলা এলাকার কাছাকাছি এলে ঢেউয়ের কারণে ট্রলারটি উল্টে যায়।

‘ট্রলার থেকে মাঝি ও লিয়াকত পড়ে গেলেও আটকা পড়েন তাদের আড়াই বছরের ছেলে রবিউল আউয়াল ও তার স্ত্রী পারভীন বেগম। সেখান থেকে মা ও ছেলেকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই পারভীন মারা যান। ছেলেটি জীবিত হলেও অবস্থা আশঙ্কাজনক।’

হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, শিশুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মোংলা থানার ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর