টানা পাঁচ বছর প্রেমের পর সাতপাক ঘুরে ফেললেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ভারতের মুম্বাইয়ে বৃহস্পতিবার রণবীরের বাসায় পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ে করেছেন এই তারকা দম্পতি।
বলিউডের দুই তারকা হয়ে গেলেন মিস্টার অ্যান্ড মিসেস কাপুর। নতুন জীবন শুরু হল তাদের। বলিউডে নতুন তারকা দম্পতি। প্রায় ৫ বছরের প্রেমের পরিণতি বৈবাহিক মিলন। মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এবার শুরু হবে নতুন সংসার।
সাতপাক ঘোরার আগে পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও করন জোহরের সঙ্গে পৃথক একটি ঘরে খানিকক্ষণ সময় কাটান রণবীর ও আলিয়া।
আলিয়া-রণবীরের বন্ধু অয়ন মুখোপাধ্যায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বিয়েতে। দুই তারকার প্রেমের ক্ষেত্রেও রয়েছে তার বড় ভূমিকা। আর করন জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হয় আলিয়ার। আলিয়ার হাতে প্রথম মেহেদি পরান করন জোহর। বিয়েতেও রণবীর-আলিয়া গাঁটছড়া বেঁধেছেন এই পরিচালক।
দুই পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব মিলে মোট ৫০ জন অতিথির উপস্থিতিতে বিয়ে হয়েছে রণবীর ও আলিয়ার। তাঁদের সাত পাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েন চারজন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়। সেই ছবিকে সাক্ষী রেখে শপথ নেন বর-কনে।
বিয়ের পর্ব শেষে আলিয়া ভাট ও রণবীর কাপুর অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থানরত পাপারাজ্জিদের সঙ্গে ফটো সেশনে অংশ নিয়েছেন।
আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বপ্নীল অনুষ্ঠানের অত্যাশ্চর্য ছবিগুলো শেয়ার করেছেন। একটি ছবিতে দেখা যায়, বর-বধূ পরস্পরকে চুম্বন করছেন। আলিয়া লিখেছেন, ‘আজ, আমাদের পরিবার বন্ধুদের দ্বারা বেষ্টিত হয়ে আমাদের প্রিয় বারান্দায় আমরা বিয়ে করেছি।’
রণবীরের মা নীতু কাপুর জানিয়েছেন, বিয়ের যাবতীয় অনুষ্ঠানের প্রস্তুতি সারা হয়েছে মাত্র ১০ দিনে। হাসিমুখে তিনি বলেছেন, ‘আলিয়া বেস্ট বউ।’ আর পাশে দাঁড়িয়ে থাকা রিদ্ধিমা কাপুর সাহানি বলেন, ‘আলিয়ার মতো মিষ্টি মেয়ে আর কেউ নেই।’
ঠিকই বলেছিলেন নেটিজেনরা, রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে থ্রিলার সিরিজের চেয়ে কম নয়।
প্রথমে জানা গেল রণবীর-আলিয়ার বিয়ে ১৪ এপ্রিল। পরে আলিয়ার ভাই জানালেন, বিয়ের তারিখ সবাই জেনে যাওয়ায় পরিবর্তন করা হয়েছে বিয়ের দিনক্ষণ।
বুধবার রণবীরের মা নিতু কাপুর জানিয়ে দেন, ১৪ এপ্রিলই বিয়ের আয়োজন বসতে যাচ্ছে কাপুর-ভাট পরিবারের মধ্যে। বিয়ের পাগড়ি পরা উৎসব শুরু হবে বেলা ১১টায়। ফেরে নেয়া হবে বেলা ২টা থেকে ৩টার মধ্যে।